Written By পিনাকী চক্রবর্তী
হাতি গণ্ডারের পর এবার ডুয়ার্সের রেলপথে ট্রেনের ধাক্কায় আহত হল একটি চিতল হরিণ। আহত হরিণটিকে উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়াতে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে বনদফতরের কর্মীরা। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কালচিনি রেল স্টেশন এলাকায় আচমকা একটি চিতল হরিণ চলে আসে। ওই সময় একটি মালগাড়ির ধাক্কায় জখম হয় চিতল হরিণটি। এলাকার যুবকরা আহত হরিণটিকে দেখতে পেয়ে বনদফতরে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে বনদফতরের হ্যামিল্টণগঞ্জ ও পানা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে আহত হরিণটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়াতে নিয়ে যান চিকিৎসার জন্য ।