Written By শাজাহান আলি
পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার লোয়াদা এলাকার স্থানীয় ব্যাবসায়ী অশোক বিশুয়ের মদ বিক্রির সরকারি লাইসেন্স রয়েছে ৷ সেই লাইসেন্সকে কাজে লাগিয়ে তিনি মদ বিক্রির পাশাপাশি বিভিন্ন এলাকার চোলাই কারোবারীদের চোলাইয়ের কাঁচামাল সরবরাহ করতেন ৷ আবগারী দফতর জানতে পারে অশোক বিশুই কেশিয়াড়ী থেকে স্থানীয় এক ব্যবসায়ী তারক মাইতির মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে মহুল সংগ্রহ করতেন ৷ তারপর সেই মহুল লোয়াদাতে এনে অন্যান্য চোলাই তৈরীর উপকরন সহ চোলাই কারবারীদের তা বিক্রি করতেন ৷ খবর পেয়ে মঙ্গলবার ভোরে তাঁর গোডাউনে হানা দেয় আবাগারী দফতরের একটি দল ৷ ওই ব্যবসায়ীর গোডাউন থেকে প্রায় সাড়ে সতেরো কুইন্টাল শুকনো মহুল উদ্ধার করে আবাগারী অধিকর্তার। উদ্ধার হয় প্রচুর পরিমাণে ইস্ট ৷ যা চোলাই মদ তৈরীতে কাজে লাগে ৷ জেলাতে এতো বড় মহুল উদ্ধার প্রায় তিনবছর হয়নি বলে দাবী আবগারী কর্তাদের ৷
আবগারী সুপার একলব্য চক্রবর্তী বলেন “ দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজ উনি করছিলেন ৷ খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল ৷ অশোক বিশুই গ্রেফতার হয়েছে ৷ খোঁজ চলছে কেশিয়াড়ীর সেই মহুল সরবরাহকারী ব্যবসায়ীরও৷”