Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত টলিপাড়ার জনপ্রিয় শিশুশিল্পী অদৃজা মুখোপাধ্যায়। ' মহাপীঠ তারাপীঠ ',' বালিকা বধূ '-র মতো জনপ্রিয় সিরিয়ালের পরিচিত মুখ সে। শুধু অদৃজাই নয়,এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর পরিবারও। হুগলির বলাগড়ে সোমরাবাজার এলাকায় ঘটছে এই দুর্ঘটনা। জানা গেছে, প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর বাড়ির একটি অনুষ্ঠানে যোগ দিতেই যাচ্ছিলেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গেছে, এই শিশুশিল্পী যে গাড়িতে বসেছিলেন সেই গাড়ি চালাচ্ছিলেন একজন মহিলা। গাড়ি চলাকালীন হঠাৎ একটি চাকা লিক হয়ে যাওয়ায় টাল সামলাতে না পেরে রাস্তার বাঁ দিকে উল্টে নিচের ঢালু জমিতে গড়িয়ে পড়ে যায় গাড়িটি। এরপর স্থানীয় বাসিন্দারা কাঁচ ভেঙে উদ্ধার করে আক্রান্তদের।আহতদের নিয়ে যাওয়া হয় কালনা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বলাগড় থানার পুলিশ। সেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর আহতদের অ্যাম্বুলেন্স করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।