Written By রকি চৌধুরী
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে ৩টি গাড়ি। দুর্ঘটনায় মৃত ১ জখম ২। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহর সংলগ্ন গিলাণ্ডি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল ৮টা নাগাদ রাজ্য সড়ক এবং এশিয়ান হাইওয়ের ওপর এই ঘটনা ঘটে। তখন একটা বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। তারা দেখতে পান এশিয়ান হাইওয়েতে পরপর ৩টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনা গ্রস্থ লরির ভেতরে আটকে বাঁচার জন্য আর্তনাদ করছে চালকরা। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকার্যে হাত লাগান। তাঁরাই খবর দেন ধূপগুড়ি থানায়। পুলিশ সূত্রে খবর, ১টি মালবাহী কন্টেনার ধূপগুড়ির দিক থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল আর তার ঠিক উল্টো দিক থেকে আলিপুরদুয়ারের দিক থেকে শিলিগুড়ির দিকে ১টি তেলের ট্যাঙ্কার যাচ্ছিল। তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্যাঙ্কারে চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জখম চালককে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। দুর্ঘটনায় নিহত এবং জখমদের এখনও পরিচয় জানা যায়নি। পুলিশ পরিচয় জানার চেষ্টা করছে।