Written By দেবাশিস সেনগুপ্ত
পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে শিক্ষক নেতৃত্ব
তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য অশোক রুদ্রের নেতৃত্বে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক করেন৷ উল্লেখ্য, শিক্ষক নেতাদের মূলদলে গুরুত্বহীন করে রাখার প্রতিবাদে ও আাসানসোল পৌরসভার প্রশাসক থেকে রাজ্যস্তরের যুবমুখ অশোক রুদ্রের অপসারণের পর দলহীন প্রায় পাঁচহাজার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে গত মঙ্গলবার আসানসোলে মিছিল বের হয়। এই মিছিলের ফলে মাধ্যমিক এবং প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি দলকে ভাবতে বাধ্য করেছে বলে সূত্রের খবর। রাজ্যজুড়ে শিক্ষক নেতারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন ও বিভিন্ন সংবাদমাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের ক্ষোভ খবরের শিরোনামে উঠে আসে তা লক্ষ্য করেই দল জরুরি ভিত্তিতে তলব করে কোর কমিটির সদস্য অশোক রুদ্রকে। জরুরী ভিত্তিতে এই বৈঠককে অশোক রুদ্র সৌজন্য সাক্ষাৎ বললেও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক কলিমূল হক সহ অন্য শিক্ষক নেতারা বৈঠকে তাঁদের দাবিদাওয়া তুলে ধরেছেন বলে জানা গিয়েছে। আলোচনায় শিক্ষকদের দাবির অনেকটাই মানার আশ্বাস পেলে ক্ষোভ প্রশমিত হয় এবং আগামী নির্বাচনে তাঁদের সংগঠনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আনার সঙ্গী হবেন বলেও আশ্বস্ত করেছেন তাঁরা। জানা গেছে, আগামী নির্বচনে জেলায় জেলায় প্রচার ও জনসভা করবেন তাঁরা। অন্যদিকে আসানসোল নগরনিগমে অশোক রুদ্রের অপসারণের বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ কোনোপক্ষই। তবে নির্ভরযোগ্য সূত্রের খবর পদে বসিয়ে আবার তা কেড়ে নেওয়ার পিছনে জেলার ও কলকাতার এক অংশের নেতাদের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন স্বয়ং অশোক রুদ্র। যার জেরে স্বভাবতই অপমানিত হয়েছেন বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন অশোক রুদ্র।