Written By জগন্নাথ সামন্ত
দীঘা যাওয়ার পথে একটি গাড়ি ও গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত ১, জখম ৩। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উলুবেড়িয়ার থানা এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের জেলেপাড়ায়। পুলিশ সূত্রে খবর, গাইঘাটা এবং বারাকপুর থেকে ২টি পরিবার ২টি গাড়ি নিয়ে দীঘা যাচ্ছিল। সেই সময় রাস্তায় ১টি গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন শুক্লা রায়(৫১) নামে এক মহিলা যাত্রী। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই গাড়ির অন্য ৩ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা তাঁদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতলে ভর্তি করেন। দুর্ঘটনার পর ট্যাঙ্কারটি পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।