Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সারা দেশের ৩০০৬ টি টিকা গ্রহণ কেন্দ্রের পাশাপাশি এই রাজ্যের ২৮ টি জেলার ২১২ টি প্রতিষেধক কেন্দ্রে শুরু হল টিকা দেওয়ার কাজ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সারা রাজ্য জুড়ে শুরু হল টিকা দেওয়ার কাজ। কলকাতা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া মেদিনীপুরের পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি সহ জেলায় জেলায় শুরু হয়েছে টিকা দেওয়ার কাজ। রাজ্যের ২১২টি কেন্দ্রে টিকাকরণের সেন্টার তৈরি করা হয়েছে। এর মধ্যে কলকাতায় ১৯টি কেন্দ্রে টিকাকরণ হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে টিকা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, টিকার প্রথম ডোজের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে। সকাল সাড়ে ১০টা নাগাদ বিভিন্ন হাসপাতালে এই করোনার প্রতিষেধক কোভিশিল্ড ভ্যাকসিনের টিকাকরণের কাজ শুরু হয়। করোনা যোদ্ধাদের কোভিড গাইড লাইন মেনে এই টিকা দেওয়া হবে বলে জানা গেছে স্বাস্থ্য দফতর সূত্রে। লকডাউন শুরু থেকে যে সব পুলিশ, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, সাফাইকর্মী করোনা হাসপাতাল, সেফ হোমের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা এবং তাঁদের সঙ্গে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীরা টিকা পাবেন।