Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
আড্ডাটাইমসে হইচই করে স্ট্রিমিং হচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ' ফেলুদা ফেরত '. নতুন ফেলুদা হিসেবে দর্শকদের সামনে হাজির হয়েছেন টোটা রায়চৌধুরী।তাঁকে যোগ্য সঙ্গত করেছেন ' নতুন ' তোপসে ও জটায়ু যথাক্রমে কল্পন মিত্র এবং অনির্বান চক্রবর্তী। ছিলেন এই প্রশিক্ষণ কেন্দ্রের ডিন ও টলিপাড়ার অন্যতম প্রখ্যাত অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার সকালে টালিগঞ্জের নেতাজি নগর অঞ্চলের একটি চলচ্চিত্র প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হয়েছিল ' ফেলুদা ফেরত ' এর গোটা টিম। ওই চলচ্চিত্র প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র ছাত্রীদের সঙ্গে ছবি তৈরির বিষয়ে নানান রঙের আলোচনা চলার পাশাপাশি টলিপাড়ায় নিজেদের অভিজ্ঞতার বেশ কিছু গল্পও সৃজিত এবং টোটা ভাগ করে নিলেন সবার সঙ্গে। আড্ডা সেশনের সূত্রধরের কাজ সুনিপুণভাবে পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। এরপর ছাত্র ছাত্রীদের তরফে ধেয়ে আসা ফিল্ম সম্পর্কিত অজস্র প্রশ্নও রীতিমতো ফ্রন্টফুটে খেললেন ' ফেলুদা ফেরত ' এর গোটা টিম। এককথায় তাঁদের উৎসাহিত করার পাশাপাশি ' ছিন্নমস্তার অভিশাপ ' নিয়েও বেশ কিছুক্ষণ চললো জমাটি আড্ডা।