Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মঞ্চে খোল বাজাতে বাজাতে গেরুয়া পাঞ্জাবি ও বাসন্তী শাড়িতে ‘হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ’ গাইছেন হরেকৃষ্ণ হালদার ও তাঁর দল। দর্শকাসনে কীর্তনের তালে হাত তুলছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।তাঁর পাশে বসে ছিলেন সাংসদ এবং অভিনেত্রী নুসরত জাহান। নন্দন চত্বরের মুক্তমঞ্চে ২৬তম চলচ্চিত্র উৎসবের সমাপ্তি সন্ধ্যার আসল ছবি ছিল এটাই।চলতি বছরে আন্তর্জাতিক বিভাগে বিশেষ জুরি পুরস্কার পেল ইউক্রেনের ছবি ‘ব্লাইন্ডফোল্ড’। সেরা ছবির পুরষ্কার পেয়েছে ইরানের পরিচালক মনজি হিকমতের ‘বান্দারব্যান্ড’।স্বপ্নের কথা বলে সেরা হয়েছে কিরগিজস্তানের সম্মানিত ছবি ‘শাম্বালা’। বাংলাদেশের উপকূল এলাকার মৎস্যজীবীদের জীবন নিয়ে ‘নোনা জলের কাব্য’ই এবারের বাছাইয়ে এশিয়ার সেরা ছবি। মাজুলি দ্বীপের পটভূমিতে অসমের পরিচালক বিশ্বজিৎ ভোরার ‘ব্যালকনিতে ভগবান’ জিতে নিল সেরা ভারতীয় ছবির সম্মানI সেরা তথ্যচিত্রের পুরষ্কার জিতেছে হাইওয়েস এবং সেরা স্বল্পদৈর্ঘের ছবি ডাস্ক..করোনা পরিস্হিতিতে এত বড় ফেস্টিভ্যেল এই প্রথম..সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় ফিল্ম ফেস্টিভ্যালের গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন নুসরত..
২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক