Written By দেবোপম সরকার
দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে মুক্তি পেল অভিষেক বসু পরিচালিত ছবি ' এটার্নাল ক্যানভাস '। লকডাউন চলাকালীন অভিষেক বসু এই স্বল্প দৈর্ঘ্যের ১৬ মিনিট ৪২ সেকেন্ডের ছবিটি বানিয়েছিলেন। মূলত এই ছবিটি দুজনকে নিয়ে তৈরি হয়েছ।, একজন হলেন দেবলীনা কুমার ( বিপাশা) এবং পাপিয়া অধিকারী ( বিপাশার নাচের শিক্ষিকা)। বিপাশা হলেন একজন নাচের ছাত্রী এবং তাকে নিয়মিত নাচের তালিম দিতেন তার গুরুমা। ছবির গল্প লিখেছেন আলো বাসু, নির্দেশনা এবং সংগীতের দায়িত্ব সামলেছেন অভিষেক বসু। সংগীতে সাহায্য করেন অভিক গাঙ্গুলী, সহ নির্দেশক, পোশাক এবং স্টাইলিং করেছেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার তেজাস গান্ধী এবং অয়নজিৎ সেন এর প্রযোজনায় এই সিনেমাটি বাস্তবে রূপ নেয় লকডাউন এর সময়। ইতিমধ্যেই এই সিনেমাটি বেশ কয়েকটি অ্যাপে আপলোড করা হয়েছিল এবং সেখানে বেশ ভালো সাড়া পায় সিনেমাটি। সিনেমাটি পাঠানো হয়েছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানোও হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে মোট ছ'টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। এদিন সিনেমার মুক্তিতে সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী এবং মডেল রিচা শর্মা, অভিনেত্রী মৌবনি সরকার, অভিনেতা গৌরব চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।