Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কয়েকদিন আগে শহর কলকাতায় শিল্পানুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছিল সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে এক চিত্র প্রদর্শনী । 'অপরাজিত সৌমিত্র' নামের এই প্রদর্শনীতে দুই বাংলার নানা শিল্পীর আঁকা ছবিগুলি এবার দেখার সুযোগ পাবেন আগরতলাবাসীরা । সোমবার ও মঙ্গলবার রবীন্দ্র ভবনে দুদিনব্যপী এক অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হবে প্রয়াত অভিনেতাকে । হাতে আঁকা ছবিগুলির পাশাপাশি থাকবে সৌমিত্র অভিনীত নানা সিনেমার পোষ্টার, রেকর্ড কভার, বুকলেট ইত্যাদি । এই অনুষ্ঠান নির্ধারিত ১৮ তারিখের জন্য । প্রকাশিত হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এক চিত্তাকর্ষক ক্যালেন্ডারও। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিষ তলাপাত্র, বিশেষ অতিথি তাপস মল্লিক ও সুদীপ্ত চন্দ ।
মঙ্গলবার ১৯ জানুয়ারি নিবেদন করা হবে সৌমিত্র অভিনীত নানা ছবির গান, তাঁর শ্রুতিনাটক ও আবৃত্তি। দুদিনের অনুষ্ঠানই আয়োজিত হয়েছে এক বিখ্যাত গহণা প্রস্তুতকারক সংস্থার উদ্যোগে। সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা ও স্মরণের এই অনুষ্ঠান আগরতলাবাসীর মনে চিরস্থায়ী ছাপ রাখবে বলে মনে করছেন উদ্যোক্তরা ।