Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
জীবনের প্রথম টেস্টেই তিন উইকেট পেলেন ওয়াশিংটন সুন্দর। তাঁকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। শনিবার ব্রিসবেনে।
পূর্বাভাস ছিলই। এবং পূর্বাভাসের সঙ্গে সঙ্গতি রেখেই শনিবার, ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে চা বিরতির পর খেলা হল না। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩৭৪ রানের জবাবে ভারত ৬২-২। আউট হয়েছেন রোহিত শর্মা (৪৪) এবং শুভমন গিল (৭)। ক্রিজে আছেন চেতেশ্বর পুজারা (৮) এবং অজিঙ্ক রাহানে (২)। বৃষ্টির পূর্বাভাস আছে আগামি তিন দিনের মধ্যে দু দিনে। তাই ভারতীয় ব্যাটিং যদি বিস্ময়করভাবে ব্যর্থ না হয় তবে চতুর্থ টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে।
রোহিত শর্মা এদিন খুবই ভাল ব্যাট করছিলেন। কিন্তু হঠাৎই লায়নকে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন মিচেল স্টার্কের হাতে। তার আগের ওভারেই তিনি লায়নকে চার মারেন। রোহিতের এই আউটে অত্যন্ত রেগে যান সুনীল গাভাসকর। টিভিতে ভাষ্য দিতে দিতে তিনি বারবার রোহিতের বিরুদ্ধে বিষোদ্গার করেন। রোহিতের ৪৪ এসেছে ৭৪ বল খেলে, যাতে ছিল ছয়টি বাউন্ডারি। তার আগেই ফিরে গেছেন শুভমন গিল। প্যাট কামিংসের বলে স্টিভ স্মিথের বলে ধরা পড়েন।
সকালে প্রথম দিনের ২৭৪-৫ নিয়ে শুরু করে অস্ট্রেলিয়া ৩৬৯ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। দুই অপরাজিত ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন (৪৭) এবং টিম পেন (৫০) খুব বেশিক্ষণ স্থায়ী হননি। গ্রিনকে বোল্ড করেন সুন্দর। আর পেন শিকার হন শার্দূলের। এর পর প্যাট কামিংসকে (২) এল বি ডব্লিউ করেন শার্দূল। লায়ন (২৪) বোল্ড হন সুন্দরের বলে। হ্যাজেলউডকে (১১) বোল্ড করেন নটরাজন। আর মিচেল স্টার্ক ২০ রানে অপরাজিত থাকেন। ভারতের তিন বোলার তিনটে করে উইকেট পেয়েছেন। অভিষেক টেস্টে ভাল বল করলেন টি নটরাজন (৩-৭৮) এবং ওয়াশিংটন সুন্দর (৩-৮৯)। জীবনের দ্বিতীয় টেস্টে শার্দূলও পেলেন তিনটি উইকেট (৩-৯৪)। বাকি উইকেটটি মহম্মদ সিরাজের (১-৭৭)।