Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
আবার ইস্ট বেঙ্গলের সচিব হলেন কল্যাণ মজুমদার।--ফাইল ছবি।
শনিবার ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের নির্বাচনের মনোনয়নের শেষ দিন। বিরোধীরা কোনও মনোনয়ন পত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে শাসক গোষ্ঠীর কর্তারা। সাধারণ সচিব পদে আবার নির্বচিত হলেন কল্যাণ মজুমদার। ২০০২ সাল থেকে তিনি স্বপদে রয়েছেন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। মেয়াদ পর্যন্ত থাকলে কল্যাণবাবু টানা একুশ বছর সচিব থাকবেন। শতবর্ষ অতিক্রান্ত ইস্ট বেঙ্গল ক্লাবে এটা একটা রেকর্ড। সচিব পদে পরিবর্তন না হলেও অন্য পদগুলিতে পরিবর্তন হয়েছে। সহসচিব হয়েছেন স্বর্ণব্যবসায়ী রূপক সাহা। তিনি আগের কমিটিতে সহসভাপতি ছিলেন। কোষাধ্যক্ষ পদে রয়ে গেলেন দেবদাস সমাদ্দার। তবে হিসাবরক্ষক পদে পরিবর্তন হল। ক্রিকেট সচিব ছিলেন সদানন্দ ব্যানার্জি। তিনি হলেন হিসাবরক্ষক।
ফুটবল সচিব হলেন সৈকত গঙ্গোপাধ্যায়। তিনি রজত গুহের স্থলাভিষিক্ত হলেন। ক্রিকেট সচিব হলেন মানস রায়। মাঠ সচিব হলেন সরোজ ভট্টাচার্য। তিনি দীপঙ্কর চক্রবর্তীর জায়গায় এলেন। দীপঙ্কর থাকলেন কার্যনির্বাহী কমিটিতে। আর বরাবরের মতোই দেবব্রত সরকার থাকলেন কার্যকরী কমিটির সদস্য হয়ে। কমিটিতে একমাত্র মহিলা সদস্য মলি গঙ্গোপাধ্যায়। তিনি ফুটবলার ভাষ্কর গাঙ্গুলির স্ত্রী। ইস্ট বেঙ্গলের কার্যকরী কমিটির সদস্য সংখ্যা ২৩।