Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ইন্ডিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম প্রদর্শনী (আই আই টি ই )-র আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে পর্যটন প্রদর্শনী মেলা। মূল উদ্যোক্তা ফিরভিউ মিডিয়া প্রাইভেট লিমিটেড। চলতি বছর পাঁচে পা রাখল এই প্রদর্শনী মেলা। আগামী ফেব্রুয়ারির ২০ ও ২১ তারিখে আসানসোল, ৩১ জুলাই ও ১ আগস্ট খড়গপুর এবং ৪ ও ৫ ডিসেম্বর গুয়াহাটিতে বসবে এই মেলা। সংস্থার তরফে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ মেলায় যেখানে ভার্চুয়াল কিংবা ছোট্ট করে হচ্ছে সেখানে এই মেলা যথাযথ সতর্কতার সঙ্গেই জমজমাটভাবে আয়োজন করা হচ্ছে।