Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওইদিন শ্যামবাজার থেকে গান্ধীমূর্তি পর্যন্ত পদযাত্রায় পা মেলাবেন তিনি৷ এবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী ৷ ২১-এর ক্ষমতা দখলের লক্ষ্যে বাঙালি এই দেশনায়কের জন্মদিন নিয়ে কেন্দ্র রাজ্য টক্কর চলছে ৷ বাঙালির ভাবাবেগকে ছুঁতে নেতাজির জন্মজয়ন্তীকে এবছর বাড়তি গুরুত্ব দিয়েছে কেন্দ্র ৷ সারা বছর ধরেই উদযাপনের পরিকল্পনা কেন্দ্রের ৷ মোদী সরকারের সেই পরিকল্পনাকে টেক্কা দিতে ঢালাও একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এবার থেকে ২৩ জানুয়ারি পালিত হবে দেশনায়ক দিবস ৷ বিধানসভা ভোটের আগে নেতাজির আবেগকে উস্কে দিয়ে ২৩ জানুয়ারিকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটে মনুমেন্ট থেকে স্কুলে স্কুলে আজাদ হিন্দ বাহিনী গঠন সহ, একগুচ্ছ ঘোষণা করেছেন তিনি। নেতাজি সুভাষ চন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশ থেকে রেড রোড অবধি পদযাত্রার পরিকল্পনা রয়েছে রাজ্যের ৷ নেতৃত্বে থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঠিক সকাল ৯টায় সারা বাংলায় বাজবে সাইরেন ৷ সেই সাইরেনের ধ্বনির সঙ্গেই শুরু হবে নেতাজির জন্য পদযাত্রা ৷ রেড রোডে শেষ হবে পদযাত্রা ৷ এরপর থাকবে নেতাজি মূর্তিতে সম্মাননা প্রদর্শন পর্যায় ৷ বেলা ১২টা ১৫ মিনিটে জন্মগ্রহণ করেছিলেন সুভাষ চন্দ্র বসু ৷ ঠিক সেই সময়ে গোটা রাজ্যজুড়ে সাইরেনও বাজবে। রাজ্যবাসী সহ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের কাছে তাই দেশনায়কের সম্মানে ওই সময় সকলে যেন ঘর থেকে শাঁখ বাজান, আর্জি মুখ্যমন্ত্রীর ৷ তিনি বলেন, ‘শাঁখ না বাজাতে পারলে উলুধ্বনি দিন ৷ মুসলিমরাও নেতাজির সম্মানে আজান দিতে পারেন ৷’ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের এনসিসি-এ আদলে স্কুলে স্কুলে এবার পড়ুয়াদের নিয়ে তৈরি হবে আজাদ হিন্দ বাহিনী ৷ একইসঙ্গে রাজ্য নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শীঘ্র শুরু করবে বলেও জানিয়েছেন তিনি৷