Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মধ্যপ্রদেশে ৩ দফায় ৯ জনের গণধর্ষণের শিকার হল এক ১৩ বছরের কিশোরী। দফায় দফায় তাকে অপহরণ করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, জঙ্গলের মধ্যে আটকে রেখে তার ওপর এই নৃশংস অত্যাচার চালানোর পাশাপাশি হুমকিও দেওয়া হয় প্রাণে মেরে ফেলার। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, মহিলাদের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই মুহূর্তে মধ্যপ্রদেশে দু’সপ্তাহব্যাপী ‘সম্মান’ প্রকল্প অভিযান চালাচ্ছে শিবরাজ সিং চৌহানের সরকার। তারই মধ্যে এই ধরণের নৃশংস ঘটনা নিয়ে তোলপাড় সারা দেশ। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের উমেইরা জেলায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গত ৪ জানুয়ারি এক পরিচিত ব্যক্তি মেয়েটিকে প্রথমে অপহরণ করে। তারপর ৬ বন্ধুকে নিয়ে দু’দিন ধরে আটকে রেখে মেয়েটির ওপর গণধর্ষণ চালায়। ৫ জানুয়ারি মেয়েটিকে ছেড়ে দেওয়া হলেও তাকে এই বিষয়ে জানাজানি করলে খুন করে ফেলার হুমকি দেয়। এর ছ’দিনের মাথায় ১১ জানুয়ারি ফের মেয়েটিকে অপহরণ করা হয় বলে অভিযোগ। সে বার ৩ জন মেয়েটিকে ধর্ষণ করে বলে জানা গিয়েছে। তাদের হাত থেকে ছাড়া পেয়ে রাস্তায় দুই ট্রাক চালকের হাতে পড়ে নির্যাতিতা মেয়েটি। তারাও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এরপর কোনও রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয় ওই কিশোরী। শুক্রবার ভোরে নিজের বাড়িতে ফিরে আসার পর বাড়ির লোকেরাই পুলিশের কাছে পুরো বিষয়টি জানান।
মেয়েটির বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এর জেরে এখনও পর্যন্ত ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। রাজ্য পুলিশের মুখপাত্র অরবিন্দ তিওয়ারি বলেন, ‘যৌন নির্যাতন, শিশু সুরক্ষা আইন (পকসো) এবং অন্যান্য ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের কোঁজে তল্লাশি চলছে।’