Written By গৌতম চক্রবর্তী
ফের বড়সড় সাফল্য পেল মালদহ জেলার ইংরেজ বাজার থানার পুলিশ। ৩৫০ গ্রাম ব্রাউন সুগার সহ দু’জনকে গ্রেফতার করে ইংরেজ বাজার থানার পুলিশ। ধৃত দুই জনের নাম নেসারুল ইসলাম এবং প্রসেনজিৎ ঘোষ। একটি বোলেরো গাড়ি সহ ১১ লক্ষ টাকা আটক করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ইংরেজ বাজার থানার মোহদিপুরের কাছে লোটন মসজিদের সামনে মাদক কেনাবেচা হবে। খবর পেয়ে লুকোচেরি পুলিশ ফাঁড়ি থেকে দুই অফিসার এবং ইংরেজ বাজার থানা থেকে এক পুলিশ অফিসার মিলে ফাঁদ পাতেন। প্রায় চার ঘন্টা পর লোটন মসজিদের সামনে একটি একটি বোলেরো গাড়ি আটক করলে গাড়ি থেকে এক জন পালিয়ে যেতে সক্ষম হলেও দু’জন প্রসেনজিৎ ঘোষ এবং নেশারুল ইসলাম ধরা পরে যায়। ধৃত দু’জনের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকাতে। পুলিশ ধৃত দু’জনকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মালদহ জেলা আদালতে আবেদন করেছে। মোট ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে চেয়ে আবেদন করলে আদালত ধৃতদের ৪ দিনের জন্য পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। ইংরেজ বাজার থানার আইসি মদন মোহন রায় বলেন, ধৃতদের সঙ্গে বড়সড় মাদক পাচার চক্রের যোগাযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত হলেই মাদক পাচার চক্রের হদিশ পাওয়া যাবে।