Written By সুবল মজুমদার
ইটভাটায় কাজ করবার সময় ইট চাপা পড়ে মৃত ২ শ্রমিক, আহত ২। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার চাঁদরায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ সূত্রে খবর, মৃত ২ শ্রমিকের নাম, পুলেন মুরাণ্ডি (৩৫) ও পিনাকী ডহরি (২৮)। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২জন শ্রমিক। স্থানীয়রা আহতদের ভর্তি করেন শক্তিনগর হাসপাতালে। আহতদের চিকিৎসা চলছে।