Written By মনা বীরবংশী
বিশ্বভারতীতে বিধ্বংসী আগুন। আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনের পেছনে তিতলি গার্ডেনে হঠাৎ করে আগুন লেগে যায়। অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ১টি ইঞ্জিন। ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তা কর্মীরা। সূত্রের খবর, কলাভবনের শিল্পীদের অনেক ভাস্কর্য রয়েছে এই গার্ডেনে। সেগুলির অধিকাংশরই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।