Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ব্রিসবেনের দুই নায়ক ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুর। রবিবার।
শেষ পর্যন্ত বিরাট কোনও অঘটন না ঘটলে ব্রিসবেন টেস্ট ড্র-এর দিকেই এগোচ্ছে। তবে এই জন্য ভারতের ব্যাটিংকেই কৃতিত্ব দিতে হবে। এবং সেই কৃতিত্ব পাবেন দুই বোলার ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুর। অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ভারত যখন ছয় উইকেটে ১৮৬ করে খানিকটা হলেও চাপের মধ্যে পড়ে গেছে তখন টেস্টে নবাগত সুন্দর আর শার্দূল চমৎকার ব্যাট করে ভারতকে বিপদসীমার বাইরে বের করে দেন। সুন্দর করেছেন ৬২ আর শার্দূল ৬৭। দুজনের জুটিতে সপ্তম উইকেটে উঠেছে ১২৩ রান। বলা যেতে পারে ভারতকে বাঁচালেন এই জুটি। ওঁদের জন্যই আজিদের ৩৬৯ রানের জবাবে ভারত ৩৩৬ রানে প্রথম ইনিংস শেষ করল। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ২১।
সুন্দরের এটা প্রথম টেস্ট। সাদা বলের অলরাউন্ডার তিনি। কিন্তু পরিস্থিতির প্রয়োজনে তাঁকে টেস্ট খেলাতে হল ভারতকে। এবং কি খেলাই না খেললেন ! বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ১৪৪ বলে ৬২। মেরেছেন সাতটি চারের সঙ্গে একটি ওভারবাউন্ডারিও। আর কাগজে কলমে শার্দূলের এটি দ্বিতীয় টেস্ট হলেও আদতে প্রথম টেস্টই। কারণ জীবনের প্রথম টেস্টে তিনি দু ওভারও বল করতে পারেননি। শার্দূলও বল হাতে তিনটি উইকেট পাওয়ার পর ব্যাট হাতে করলেন ৬৭। ১১৫ বলে করা তাঁর এই ইনিংসে ছিল নয়টি বাউন্ডারির সঙ্গে দুটি ওভারবাউন্ডারিও। অজি পেসারদের বিরুদ্ধে শার্দূল ব্যাট করলেন বাঘের মতো। মিচেল স্টার্ক এবং প্যাট কামিংসের উপর তিনি নির্দয় ছিলেন। ব্রিসবেন থেকে ভারতের সুন্দর প্রাপ্তি হল ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুর।
ভারতের ব্যাটসম্যানরা প্রত্যেকেই রান পেলেও কারুর ব্যাট থেকে অর্দ্ধশতরান নেই। পুজারা, রাহানে, মায়াঙ্ক আগরওয়াল এবং ঋষভ পন্থ চারজনই সেট হয়ে গিয়েও আউট হয়েছেন। স্বভাবসিদ্ধ মন্থর ব্যাটিং করেছেন পুজারা। তাঁর ২৫ রান এসেছে ৯৪ বল খেলে, যাতে ছিল মাত্র দুটি বাউন্ডারি। অধিনায়ক রাহানেও ৩৭ রান করতে ৯৩ বল নিয়েছেন। মেরেছেন মাত্র তিনটি বাউন্ডারি। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন পুজারা। বোলার ছিলেন জস হ্যাজেলউড। আর রাহানেকে ফেরান মিচেল স্টার্ক। ক্যাচটি ধরেন ম্যাথু ওয়েড। মায়াঙ্ক আগরওয়াল যেভাবে ব্যাট করছিলেন তাঁর অন্তত পঞ্চাশ করা উচিত ছিল। কিন্তু তিনিও বেমক্কা মারতে গিয়ে আউট হয়ে গেলেন মাত্র ৩৭ করে। ৭৫ বলে করা এই ইনিংসে ছিল তিনটি বাউন্ডারির সঙ্গে একটি ওভারবাউন্ডারিও। ঋষভ পন্থ ঠিক করেই নেমেছিলেন চালিয়ে খেলবেন। তাঁর ২৩ এসেছে মাত্র ২৯ বল খেলে, যাতে ছিল দুটি বাউন্ডারি। পন্থও শিকার হন হ্যাজেলউডের। ক্যাচ ধরেন গ্রিন।
শেষ পর্যন্ত ইনিংসের হাল ধরতে হয় সুন্দর আর শার্দূলকে। সুন্দরকে ফেরান স্টার্ক। ক্যাচ সেই গ্রিনের। আর শার্দূলকে বোল্ড করেন কামিংস। ভারতের বাকিরা তেমন রান পাননি। নভদীপ সাইনি (৫), মহম্মদ সিরাজ (১৩) এবং টি নটরাজন (নট আউট ১) বলার মতো কিছু করতে পারেননি। অস্ট্রেলিয়ার সব চেয়ে সফল বোলার জস হ্যাজেলউড (৫-৫৭)। বাকি পাঁচটি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক (২-৮৮), প্যাট কামিংস (২-৯৪) এবং নাথান লায়ন (১-৬৫)। ৩৩ রানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া দিনের শেষে বিনা উইকেটে ২১। ডেভিড ওয়ার্নার ২০ এবং মার্কাস হ্যারিস ১ রানে ব্যাট করছেন। বাকি দু দিনে বৃষ্টির পূর্বাভাস আছে। তাই ব্রিসবেন টেস্ট মনে হচ্ছে ড্র-ই হবে।