Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ফাইনালে হার মেসির বার্সার। ছবিঃ সৌ-টুইটার
মেসিকে লাল কার্ড , ফাইনালে হার বার্সার রবিবার মধ্যরাতে ( ভারতীয় সময়ে) স্প্যানিশ সুপার কাপ ফাইনালে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। চোটের ধাক্কা সামলে মাঠে নেমেছিলেন। লক্ষ্য ছিল, মরশুমের প্রথম ট্রফি জয়। কিন্তু তা তো কপালে জুটলোই না, উল্টে ম্যাচের ১১৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। তাঁর দল ২-৩ গোলে ফাইনালে হেরে গেল অ্যালেটিকো বিলবাওয়ের কাছে। এই প্রথমবার বার্সেলোনার হয়ে ১৭ বছরে ৭৫৩ টি ম্যাচ খেলে লাল কার্ড দেখলেন মেসি। ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন গ্রিজম্যান-ডেম্বেলে-ডি ইয়ংরা। দূরপাল্লার শটেও লক্ষ্যভেদ করতে পারেননি মেসি। যদিও কাতালানরাই প্রথম লিড নিতে পেরেছিল। প্রথমার্ধের ৪০ মিনিটের মাথায়। মেসির থ্রো থেকে বল নিয়ে গ্রিজম্যানকে পাস দেন ডেম্বেলে। সেই বলকে সোজা বিলবাওয়ের জালে পাঠান ফরাসী তারকা। বিলবাওয়ের বিপক্ষে টানা ৮ ম্যাচ পর অবশেষে গোলের দেখা পান গ্রিজম্যান। কিন্তু এর মিনিটের মধ্যেই গোল শোধ হয়ে যায়। ওই গোলের পরের মিনিটেই সমতায় ফেরান বিলবাওয়ের দি মার্কাস। বিরতিতে স্কোরলাইন ছিল ১-১। দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচে দাপট দেখাতে শুরু করে বিলবাও। ৫৬ মিনিটে রাউল গার্সিয়া বার্সার জালে বল জড়ালেও তা অফসাইডের জন্য বাতিল হয়। এরপর ৭৭ মিনিটে আবারো বার্সাকে এগিয়ে দেন গ্রিজম্যান। এবার জর্ডি আলবার পাস থেকে গোল করেন তিনি। ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যাচ। রেফারির শেষ বাঁশির অপেক্ষায় বার্সার কোচ কোম্যান। ঠিক তখনই আচমকা গোল পরিশোধ করে বিলবাও। ৯০ মিনিটে গোল করে দলকে ফের সমতায় ফেরান ভিয়ালারবিয়ার। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ২-২ স্কোরলাইনে শুরু হয় লড়াই। এই লড়াইয়ে সফল হয় বিলবাও। ৯৪ মিনিটে ইনাকি উইলিয়ামসের গোলে লিড পায় বিলবাও। ৩-২ গোলের ব্যবধানে এগিয়ে যায়। এ গোল আর শোধ করতে পারেনি মেসির দল। ফলে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়ে স্প্যানিশ কাপ নিজের করে নিল অ্যাথলেটিকো বিলবাও।