Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
৬ জানুয়ারি ওয়াশিংটন ক্যাপিটালে হামলার পর সাবধানী হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক। ট্রাম্প সমর্থকদের সেদিনের হামলা নাড়িয়ে দিয়েছে আমেরিকার পুলিশ প্রশাসনকে। আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান। নব নির্বাচিত ৪৬তম প্রেসিডেন্ট বাইডেনের শপথ গ্রহণের আগেই তাই নিরাপত্তা ব্যবস্থার ওপর জোড় দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। এই শপথ গ্রগণ অনুষ্ঠান উপলক্ষ্যে প্রায় ২৫ হাজার সেনা মোতায়েন থাকবে ওয়াশিংটনে। নিরাপত্তা ব্যবস্থা কঠোর হলেও হামলার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সেনা আধিকারিকরা। এরই মধ্যে ওয়াশিংটনের বিভিন্ন প্রান্তে সেনা মোতায়েন শুরু হয়ে গেছে। সেনা সচিব রায়ান ম্যাককার্থি জানিয়েছেন, কম্যান্ডারদের সর্বত্র কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক জিনিস চোখে পড়লেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।