Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোরকার্ড। ছবিঃ সৌ-টুইটার
দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টটি ৭ উইকেটে জিতে নিল ইংল্যান্ড। আগের দুই দিন লড়াইয়ে ফিরলেও, সোমবার -ম্যাচের শেষদিনে গল টেস্টে তা কাজে লাগাতে পারলো না শ্রীলঙ্কা। চতুর্থ দিনের শেষে হঠাৎই ম্যাচে চড়েছিল উত্তেজনার পারদ । ৭৪ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেটে ৩৮ রানে দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। সোমবার ম্যাচের শেষ দিনটিতে আর কোনও বাড়তি উত্তেজনা বাড়ান নি ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান । ৯.২ ওভারের মধ্যে বেয়ারস্টো ও লরেন্সের ব্যাটে সহজ জয়ই পেয়েছে জো রুট বাহিনী । সাত উইকেটের জয়ে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। এই জয়ের ফলে ম্যাচ থেকে তুলে নিল ৬০ পয়েন্ট। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা এখনও চার নম্বর স্থানে রইলো। গাব্বায় মঙ্গলবার অস্ট্রেলিয়া -ভারতের চতুর্থ টেস্টের দিকে নজর সকলের। পয়লা নম্বরে অস্ট্রেলিয়া। দুয়ে ভারত। তিনে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল মাত্র ১৩৫ রানে। জবাবে জো রুটের ডবল সেঞ্চুরি ইংল্যান্ডকে ৪২১ রানের ইনিংস গড়তে সাহায্য করে। প্রথম ইনিংসে খারাপ ব্যাটিং করলেও শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায় দ্বিতীয় ইনিংসে। থিরিমান্নের সেঞ্চুরি ও ম্যাথুস-ডিকভেলাদের দৃঢ়তায় লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে তুলেছিল ৩৫৯ রান। ইনিংসে পরাজয় রোখে শ্রীলঙ্কা। কিন্তু জয়ের জন্য ইংল্যান্ডের টার্গেট দাড়ায় ৭৪ রান। চতুর্থ দিনে সহজ লক্ষ্যে ব্যাট সামনে রেখে ব্যাটিং শুরু করলেও বেকায়দায় পড়ে ইংল্যান্ড । ১৪ রানে খোয়ায় তিন উইকেট। ম্যাচ জিততে তখনও দরকার আরও ৬০ রান। রবিবার ম্যাচের চতুর্থ দিন পুরোটা খেলা হয়নি। মন্দ আলোর জন্য পাঁচ ওভার বাকি থাকতে শেষ হয় খেলা। ইংল্যান্ড তিন উইকেটে করে ৩৮ রান। পঞ্চম দিনের আগের দিনে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান বেয়ারস্টো ও লরেন্স দলকে জয়ের চৌকাঠ টপকে দেয়। ৩৫ রানে বেয়ারস্টো ও ২১ রানে লরেন্স অপরাজিত রয়ে যান। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ডাবল সেঞ্চুরি করা ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। আগামী ২২ জানুয়ারি গলেতেই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।