Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সম্প্রতি, অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ' তান্ডব ' .সইফ আলি খান অভিনীত বহু প্রতীক্ষিত এই ওয়েব সিরিজ মুক্তি পাওয়ামাত্রই জনপ্রিয়তা আদায় করার পাশাপাশি জড়িয়ে পড়ে বিতর্কতেও। অ্যামাজন প্রাইমের ওই ওয়েব সিরিজে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা কপিল মিশ্র, রাম কদম এবং মনোজ কোটাক। এমনকী, তাণ্ডব নিষিদ্ধ করা হোক, এই দাবি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রককেও চিঠি পাঠান বিজেপির বেশ কয়েকজন নেতা। এরপরেই মুম্বইয়ের সইফ আলি খানের বাড়ি মুড়ে ফেলা হলো কড়া নিরাপত্তায়। একাধিক পুলিশের গাড়ির সঙ্গে যথেষ্ট সংখ্যক পুলিশ অফিসারদের মোতায়েন করা হয়েছে সইফ-করিনার বাড়ি ' ফরচুন হাইটস '-এর চারপাশে। শুধু তাই নয়, একাধিক বিজেপি নেতার অভিযোগের পর উত্তরপ্রদশে ' তান্ডব ' এর প্রচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে।