Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
এইমুহূর্তে স্পটলাইট তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ম্রুনাল ঠাকুর। নয়া প্রজন্মের এই বলি-অভিনেত্রীর হাতে রয়েছে একগুচ্ছ কাজ। কিছুদিন আগে আয়ুষ্মান খুরানার বিপরীতে নায়িকা হিসেবে ' ডক্টর জি ' ছবিতে তাঁর কাজ করার কথা ঘোষণাও করা হয়েছিল ছবি প্রযোজনা সংস্থার তরফে। কিন্তু এক সর্বভারতীয় স্তরের সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ' সুপার থার্টি '-র নায়িকা। কারণ হিসেবে জানা গেছে মূলত ডেট সংক্রান্ত সমস্যার জেরেই ছবি থেকে সরে এসেছেন এই অভিনেত্রী। আসলে, লকডাউনের আগেই এই ছবির জন্য কথাবার্তা পাকা করেছিলেন ম্রুনাল। সেইমতো ছবি নির্মাতাদেরও নিজের ডেটও দিয়েছিলেন। কিন্তু বর্তমানে আয়ুষ্মান খুরানার জন্যই নতুন করে এই ছবির শ্যুটিং শেডিউলের ছক কষা হয়েছে। সেখানেই শুরু হয়েছে সমস্যা। ইতিমধ্যেই ম্রুনালও আগে থেকেই অন্যান্য ছবির জন্য সেসব ডেট লক করে রেখেছিলেন। অগত্যা, এই অভিনেত্রীর অন্য কোনও উপায় ছিল না।
প্রসঙ্গত, ' ডক্টর জি ' ছবির গল্প ঋতুচক্র ও স্যানিটেশনের বিভিন্ন সমস্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে কেন্দ্র করেই এগোবে। সেই ডাক্তারের চরিত্রেই রয়েছেন আয়ুষ্মান। সূত্রের খবর, নায়িকার জন্য এর আগে নাকি ' জাওয়ানি দিওয়ানি ' খ্যাত অভিনেত্রী আলিয়া এফ-এর কথা ভেবেছিলেন নির্মাতারা। কিন্তু শেষপর্যন্ত শিকে ছিঁড়ে পড়ে ম্রুনালের ভাগ্যেই। কিন্তু বর্তমানে ছবি থেকে এই অভিনেত্রী সরে যাওয়ার পর ছবি নির্মাতারা ফের একবার অভিনেত্রীর খোঁজ শুরু করেছেন।