Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ভারত-চীন সীমান্তে এখনও জারি রয়েছে অস্বস্তির পরিবেশ। গালওয়ান কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই শোনা গেল, অরুণাচল প্রদেশের সীমান্তে উত্তর সুবনসিরি জেলায় চীন নিজেদের গ্রাম তৈরি করতে শুরু করেছে। জানা গেছে, ওই এলাকায় তাসরি চু নদীর তীরে প্রায় একটা গ্রাম বানিয়ে ফেলেছে চীন। সেখানে ১০১টি ঘর রয়েছে। এই গ্রামের একটি উপগ্রহ চিত্র পাওয়া গেছে যেখানে দেখা গেছে অরুণাচল প্রদেশের ওই স্থানে সারি সারি ঘর রয়েছে। গত বছরের ১ নভেম্বর তোলা হয়েছিল এই ছবি। ফলে চীনের বিরুদ্ধে এলএসি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। শুধু ভারতে নয়, ভুটানের সীমান্ত পেরিয়ে ২ কিমি ভেতরে প্রবেশ করে সেখানে পাংদা নামে একটি গ্রাম তৈরি করতে চেয়েছিল চীন। পরে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে চীন।