Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সৌরভের পর এবার হৃদরোগে আক্রান্ত দাদা স্নেহাশিস গাঙ্গুলি। তাঁরও হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়েছে। চলতি সপ্তাহেই ভর্তি হতে পারেন হাসপাতালে। কিছুদিন আগেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সৌরভ গাঙ্গুলী। ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে সৌরভের তিনটে ব্লকেজ রয়েছে। আপাতত তাঁর শরীরে বসানো হয়েছে একটি স্টেন্ট। ভর্তি ছিলেন পাঁচদিন। আগামী সপ্তাহে আবারো তাঁকে ভর্তি হতে হবে হাসপাতালে। বসানো হবে বাকি দুটি স্টেন্ট। এরই মধ্যে সোমবার হঠাৎ জানা গেল, হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন সৌরভের দাদা স্নেহাশিসও। বাড়ি ফেরার পর নিজের উদ্যোগে দাদার হেল্থ চেক-আপ করান সৌরভ। সেই মতো স্নেহাশিসের চেক-আপও করানো হয় এবং তাতেই ধরা পড়ে ব্লকেজ। তাঁরও হার্টে স্টেন্ট বসবে বলেই খবর। ২২ জানুয়ারি স্টেন্ট বসানো হতে স্নেহাসিশ গাঙ্গুলির। সৌরভ ও স্নেহাশিসের বাবা চণ্ডী গাঙ্গুলিও ছিলেন হার্টের রোগী। মাত্র ৩৭ বছর বয়সেই তাঁকে করাতে হয়েছিল বাইপাস সার্জারি। সৌরভের চিকিৎসা করতে এসে ডাক্তার দেবী শেঠি জানান, সৌরভদের পরিবারে হার্টের অসুখের ইতিহাস রয়েছে। ফলে, স্বাভাবিকভাবেই একই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে সৌরভ-স্নেহাশিসদের।