Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
দুধের শিশুকে ছাগল ভেবে কুপিয়ে খুন করলেন মা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের অশোকনগর জেলার চুরারু গ্রামে। অভিযুক্ত মায়ের নাম রেশমি লোধি। শনিবার সকালে রেশমি নিজের সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। প্রায় ঘন্টাখানেক বাদে দুপুরবেলা বাড়ি ফেরেন রেশমি। সেই সময় তাঁর কোলে ছিল কাপড়ে মোড়া তাঁর সন্তানের রক্তাক্ত দেহ। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে হাসপাতালে যান। যদিও শিশুটিকে বাঁচানো যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিবারের লোকজন ব্যাপারটিকে এড়িয়ে যান। তাঁরা বলেন, সিঁড়ি থেকে পড়ে গিয়ে জখম হয়েছিল শিশুটি। পরে রেশমির বাবা পুরো বিষয়টি পুলিশকে খুলে বলেন। তারপর গ্রেফতার করা হয় রেশমিকে। তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে কুড়ুলটি দিয়ে শিশুটিকে খুন করা হয়েছিল, সেটিকে উদ্ধার করেছে পুলিশ। রেশমি লোধির মতে, তাঁর সন্তান ছিল মানুষ নয়, ছাগল। তাই ভগবানের কাছে তাকে বলি দিয়েছে রেশমি।