Written By সঞ্জিত চক্রবর্তী
ধরণা মঞ্চে কৃষিবিলের প্রতিলিপি পোড়ালো কৃষকরা। শুধু তাই নয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কেন্দ্রের ঘোষিত পরাক্রম দিবসের বিরোধিতায় নামল কৃষক সংগঠনগুলি। মঙ্গলবার সকাল থেকে বসিরহাট থানার ইটিণ্ডা রোডের ইছামতী ব্রিজের সামনে কয়েকশো কৃষক কৃষি বিলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করে। কৃষি আইনের প্রতিবাদে এদিন হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করে কৃষকরা। বিক্ষোভকারীরা কৃষি বিলের প্রতিলিপিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এর পাশাপাশি তাঁরা কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, 'দিল্লির রাজপথে যেভাবে কৃষকরা আত্মহত্যা করছে। তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা মঙ্গলবার দুপুর থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু করেছি। অবস্থান চলবে রাত পর্যন্ত।' কৃষক নেতা অজয় বাইন জানিয়েছেন, 'কেন্দ্র সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালনের পাল্টা পরাক্রম দিবস ঘোষণা করেছে তার বিরোধিতা করব আমরা। আমরা ওই একই দিনে নেতাজির ছবি নিয়ে কৃষকদের বাড়ি বাড়ি যাব। পাড়ায় পাড়ায় গিয়ে নেতাজির গলায় মালা দেবেন কৃষকরা কিন্তু পরাক্রম দিবস আমরা পালন করব না। আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছেন সব বিরোধীদলের নেতানেত্রীরা। সারা ভারত কৃষক খেতমজুর সংগঠনও আমাদের সমর্থন জানিয়েছেন।'