Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সম্প্রতি কলকাতা প্রেসক্লাবে বঙ্গ তনয়া আসামের রেহার প্রথম একটি বাংলা গানের ভিডিও অ্যালবাম 'আমি' প্রকাশিত হলো।অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরকার জয় সরকার, চিত্র পরিচালক রেশমিমিত্র ও এই অ্যালবামের সঙ্গে জড়িত অন্যান্যরা।অরিন্দম এবং লিখেছেন স্মরজিত বন্দ্যোপাধ্যায়। আসামে জন্ম হলেও বর্তমানে রেহা মুম্বই প্রবাসী। ইন্ডিয়ান আইডল থেকে রেহার আত্মপ্রকাশ। বেশ কয়েকটি হিন্দি ছবিতে তরুণী রেহা ইতিমধ্যেই প্লেব্যাক করেছেন। প্রসঙ্গত, তিনি রেহা নামে পরিচিত হলেও তার আসল নাম ইমন চৌধুরী।ইতিমধ্যেই তিনি সুখবিন্দর সিং এর সঙ্গে একটি মারাঠি ছবিতেও গলা মিলিয়েছেন। সব রকমের গান গাইতে যে তিনি পছন্দ করেন তা নিজেই জানালেন। তিনি আরো জানান, 'আমি' কোন একাকিত্বের গান নয়। একা থাকলে অনেক সময় নিজেকে অন্যভাবে আবিষ্কার করতেও সুবিধা হয়। সবার মনেই কিছু-না-কিছু শূন্যতা থাকে। সেই শূন্যতাকে উপভোগ করার গানই হল আমার 'আমি'-"আমি একাকী আকাশকে ছুঁয়ে থাকি"। লকডাউন এর জন্য এই গান গতবছর প্রকাশ হতে পারেনি বলে জানালেন।