Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
‘কেউটে সাপের চেয়েও বিষাক্ত বিজেপি। মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি। জঙ্গলমহলে বিজেপি জিতলে ফের মাওবাদীরা মাথাচাড়া দেবে।’ মঙ্গলবার পুরুলিয়ার জনসভা থেকে এই ভাষাতেই বিজেপি’র বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এরা এতটাই বিষাক্ত যে এক ছোবলেই ছবি করে দেবে। গিলে নেবে, খেয়ে নেবে। বিরসা মুণ্ডা, সিধো-কানহোকে কোনওদিন সম্মান করেনি বিজেপি। ঝাড়খণ্ড কানহোর মূর্তি ভেঙেছিল, কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। জঙ্গলমহলে এসে এক আদিবাসী শিকারির মূর্তিতে মালা দিয়ে বলল, এটাই বিরসা মুণ্ডা!’
এর আগে এদিন সাঁওতালি কবি তথা অলচিকি ভাষার জনক রঘুনাথ মুর্মুর জন্মদিনকেও রাজ্যে ছুটি হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ৫ মে এবার থেকে অলচিকি ভাষার জনক রঘুনাথ মুর্মুর জন্মদিনেও রাজ্যে সরকারি ছুটি থাকবে। এর আগে আদিবাসীদের আবেগকে মাথায় রেখে বিরসা মুণ্ডা ও উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায়ের দাবি মেনে পঞ্চানন বর্মার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।