Written By দেবোপম সরকার
বাড়ির সাধারণ মহিলাদেরকে সমাজের সামনে তুলে ধরতে এবং তাঁদের মধ্যে লুকিয়ে থাকা অসাধারণ প্রতিভাকে তুলে ধরতে সম্প্রতি কলকাতার একটি হোটেলে হয়ে গেল গ্র্যান্ড ফিনালে পি এন্ড সি আরিনা ক্যালেন্ডার লঞ্চ এবং ফেস অফ বেঙ্গল ২০২১। এই অনুষ্ঠানের উদ্যোক্তা বিলকিস পারভীন জানান এবছর তাঁরা এই প্রথম এই কাজ দিয়ে শুরু করলেন। তাঁর মূল লক্ষ্য সাধারণ মহিলারা যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আসতে চান অথচ আসতে পারেন না নানা সমস্যার জন্য তাঁদেরকে একটি প্লাটফর্ম তৈরি করে দেওয়ার চেষ্টা তারা করেছে। গত বছর শেষের দিকে তাঁরা এই অনুষ্ঠানটি নতুন বছরে করবেন বলে ঠিক করেন। মোট ৪০ জন প্রতিযোগীর মধ্যে ১৭ জনকে ফাইনালে বাছাই করা হয় এবং তাঁদের মধ্যে দুটি ক্যাটাগরিতে যার মধ্যে একটি হল ৩০ বছরের নিচে মহিলাদের জন্য এবং ৩০ ঊর্ধ্ব মহিলাদের ভেতরে প্রথম দ্বিতীয় তৃতীয় ঘোষণা করা হয়। এছাড়াও তাঁদের মধ্য থেকে বাছাই করে ১২ জনদের নিয়ে ২০২১ সালের একটি নতুন ক্যালেন্ডার তৈরি করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা মডেল শ্রীমতি রিচা শর্মা, সংগীতশিল্পী লাজবন্তী রায়, কারুকৃৎ ডিরেক্টর শুভাশিস সাহা, ডক্টর সুজয় বিশ্বাস, সুরেশ শেঠিয়া, সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এই অনুষ্ঠানে নজর কাড়েন সাড়ে তিন বছরের অঙ্কিতা কুন্ডু। সে নিজে একাই মঞ্চ কাপালেন ক্যাটওয়াক করে। পুরুষদের পোশাক ডিজাইন করেন ফ্যাশন ডিজাইনার জন সেনগুপ্ত। সব অনুষ্ঠানের ডিজাইনার হিসেবে ছিলেন নেহা তুলসিয়ান এবং স্টাইলিশ করেন জন। দেবাশিস সেন জানান বিভিন্ন ক্যালেন্ডারে সুপার মডেল জায়গা করে নেন কিন্তু এই সংস্থা নতুন বছরে সাধারণ ঘরের মহিলাদের কথা মাথায় রেখে তাঁদেরকে নিয়ে এই ক্যালেন্ডার শ্যুট করেছে এটা প্রশংসনীয়। অনুষ্ঠান শেষে বিলকিস তন্ময় চাটার্জী উজ্জ্বল দত্ত অরিন্দম ভট্টাচার্য জানান এবছর আরও বেশ কিছু নতুনত্ব কাজ নিয়ে আসতে চলেছেন তাঁরা।