Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ফের টলিউডে করোনা হানা। এবার করোনায় আক্রান্ত প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী । তবে এখনও হোম-কোয়ারেন্টাইনে রয়েছেন বর্ষিয়ান এই অভিনেত্রী । চিকিৎসকদের পরামর্শ মতো বিধি-নিষেধ মেনেই চলছেন তিনি। সঙ্গে প্রয়োজনীয় ওষুধও খাচ্ছেন তিনি। জানা গিয়েছে বৃদ্ধাশ্রম টু-এর শুটিং করছিলেন লিলি চক্রবর্তী। ওই সময় আচমকাই তাঁর জ্বর আসে। জ্বর ১০১ডিগ্রি উঠে গেলে, চিকিৎসকের কথা মতো করোনা পরীক্ষা করান অভিনেত্রী। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে । তারপর থেকেই সেল্ফ-আইসোলেশনে রয়েছেন সত্তোরোর্ধ এই অভিনেত্রী। তবে তাঁর শরীরে করোনার উপসর্গ খুবই সামান্য । বর্তমানে তাঁর অবস্থাও স্থিতিশীল বলেই জানা গিয়েছে । তবে একটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গে কথা বলা আছে । শারীরিক অবস্থার অবনতি হওয়া মাত্রই তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে।