স্প্যানিশ সুপার কোপার ফাইনালে রবিবার শেষ মুহূর্তে লাল কার্ড দেখেছিলেন লিওনেল মেসি। বার্সেলোনায় দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে প্রথম ওই লাল কার্ড দেখা আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে দুই ম্যাচের জন্য সাসপেন্ড করা হল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি মঙ্গলবার এই সাজা ঘোষণা করেছে।
এরফলে মেসি তাই কোপা দেল বের টুর্নামেন্টে কর্নেলার বিপক্ষে এবং লা লিগায় এলচের বিপক্ষে খেলতে পারবেন না। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার জন্য এমনিতেই তিনি এক ম্যাচ মাঠের বাইরে থাকতেন। প্রতিপক্ষের ফুটবলারের কাধে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য সাজাটা আরও এক ম্যাচ বেশি হল এল এম টেনের ।
গত রবিবার সুপার কোপার ফাইনালে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। মরশুমের প্রথম খেতাব জয় যখন খুব কাছে বার্সা- সেই সময় গোল করে দলকে সমতায় ফেরান অ্যাথলেটিকো বিলবাও ফুটবলার আয়ার ভিয়ালিব্রে। এরপর ৯৩ মিনিটে ইনাকি উইলিয়ামস গোল করে দলকে শিরোপার এনে দেন।
শেষ মুহূর্তে ওই গোল খাওয়ায় মেজাজ হারিয়ে ফেলেন মেসি। দৌড়ানোর সময় তাই ভিয়ালিব্রে তাঁর সামনে আসায় কাঁধে ধাক্কা দিয়ে ফেলে দেন মেসি। রেফারি রিভিউ দেখে মেসিকে লাল কার্ড দেখান।
19th January, 2021 11:39 pm