Written By দেবাশিস সেনগুপ্ত
রাজ্য পরিবহন নিগম চালু করতে চলেছে ‘হপ অন হপ অফ’ পাস । এই ‘হপ অন হপ অফ’ পাস নিয়ে কলকাতা শহরে সারা দিনে যত বার খুশি বাস-ট্রাম-ফেরিতে ভ্রমণ করা যাবে। ২১ জানুয়ারি থেকে এই পাস পাওয়া যাবে বলে পরিবহন দফতর সূত্রে খবর। পরিবহন দফতর সূত্রে খবর, লণ্ডন ও সিঙ্গাপুরে সিটি ট্যুরের ক্ষেত্রে ভ্রমণকারীদের জন্য যে টিকিট-ব্যবস্থা রয়েছে, তারই আদলে চালু হচ্ছে এই পাস। এই পাসের নাম দেওয়া হয়েছে ‘সিটি ট্রাভেল পাস’। এই পাসের দাম পড়বে ১০০ টাকা। তবে কেউ যদি এক সঙ্গে ২০টি বা তার বেশি পাস কেনেন, সে ক্ষেত্রে টিকিটের দামে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ডব্লিউবিটিসি-র এক আধিকারিক বলেন, “ট্রেন বা বিমানে ভ্রমণ করার ফাঁকে কোনো ভ্রমণকারীর যদি কলকাতায় সারাটা দিন কাটিয়ে যাওয়ার সুযোগ থাকে, তা হলে তাঁর ক্ষেত্রে এই ট্রাভেল পাস বেশ কাজের হবে। ভ্রমণকারীদের সুবিধার জন্য বিভিন্ন রুটের খুঁটিনাটি তথ্য দিয়ে গাইড ম্যাপও তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। যারা কলকাতা ভ্রমণে আসেন বা যাঁদের এই শহরে নিয়মিত বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহার করতে হয়, তাদের কথা মাথায় রেখেই এই ধরনের পাস চালু করা হচ্ছে।” পরিবহন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “এই পাস নিয়ে আপনি সিটি অফ জয়-এ যেমন খুশি ভ্রমণ করতে পারেন। একটি পাস নিয়ে হাওড়া থেকে ফেরি ধরে , নদী পেরিয়ে মিলেনিয়াম পার্কে । সেখান থেকে বাস বা ট্রামে করে চলে যেতে পারেন এসপ্ল্যানেড। সেখান থেকে কলেজ স্ট্রিটে ঐতিহ্যশালী বইয়ের বাজার ঘুরে দেখতে পারেন ।” ডব্লিউবিটিসি ১০০ টাকায় ‘ট্রাম পাস’ও চালু করছে। এই পাস নিয়ে মহানগরে ট্রামে চড়ার আনন্দ উপভোগ করতে পারবেন ভ্রমণকারীরা। ডব্লিউবিটিসি-র এক শীর্ষ অধিকর্তা বলেন, “শহরের নিয়মিত যাত্রী ও দর্শনার্থীদের সুবিধার জন্যই এই ‘সিটি ট্রাভেল পাস’ ও ‘ট্রাম পাস’ চালু করা হচ্ছে।এর সুবিধা হল একই দিনে ট্রাম, বাস বা ফেরিতে চড়ার জন্য বার বার টিকিট কাটার জন্য কোনও ঝামেলায় পড়তে হবে না”। বাস, ট্রামের কন্ডাক্টরদের কাছ থেকে এবং ফেরির টিকিট কাউন্টার থেকে এই পাস কেনা যাবে। বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে এই পাস কেনা যাবে। এছাড়াও ডব্লিউবিটিসি-র ওয়েবসাইট থেকেও এই পাস বুক করা যাবে।”