Written By রাজু দাস
সুন্দরবনের সজনেখালিতে ফের মিলল বাঘের দর্শন। বুধবার সকালে সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকরা বাঘের দেখা পান পিরখালির জঙ্গলে। এক জঙ্গল থেকে বেরিয়ে ছোট খাড়ি পেরিয়ে পাশের জঙ্গলে যাচ্ছিল বাঘটি। সকাল সকাল বাঘের দর্শন পেয়ে বেজায় খুশি পর্যটকরা।