Written By কল্যাণ চন্দ্র
আগুন লেগে ভস্মীভূত সরকারি বাস। বুধবার সকালে নবগ্রাম থানার গোপগ্রাম সংলগ্ন এলাকায় ওই সরকারি বাসের ইঞ্জিনে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন দেখে তড়িঘড়ি বাস যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। এদিন রানাঘাট থেকে রায়গঞ্জ যাচ্ছিল ওই যাত্রীবোঝাই সরকারি বাসটি। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে রাস্তায় যাওয়ার পথে গোপগ্রাম সংলগ্ন এলাকায় হঠাৎই বাসের মধ্যে ধোঁয়া বের হতে শুরু করে। ড্রাইভার বুঝতে পেরে বাসের সব যাত্রীদের নামিয়ে দেন। শর্ট সার্কিটের জন্য ওই আগুন বলে জানা গেছে। তবে হতাহতের কোনো খবর নেই।