Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
২০২১ সালের জয়েন্ট এন্ট্রান্স ও নিট-এর পাঠ্যসূচি অপরিবর্তিত রাখা হয়েছে। এবছর পরীক্ষার্থীদের জয়েন্ট এন্ট্রান্স এবং নিট-পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার বিকল্প থাকবে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (মেন-২০২১) এর পাঠ্যসূচি গত বছরের মতোই রাখা হয়েছে। পরীক্ষার্থীদের ৯০টি প্রশ্নের মধ্যে পছন্দ অনুযায়ী ৭৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতে ২৫ টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বিষয়ে ৩০টি করে প্রশ্ন থাকবে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট, নিট (ইউজি)-র সঠিক প্রতিরূপ কেমন হবে এখনও ঘোষিত হয়নি। তবে দেশের কয়েকটি রাজ্যে পর্ষদের পাঠ্যসূচি হ্রাসের পরিপ্রেক্ষিতে নিট (ইউজি)-২০২১ এর প্রশ্নপত্রে জয়েন্ট এন্ট্রান্সের মতোই বিকল্প ব্যবস্থা থাকবে।