Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বাস ভাড়ার পুনর্বিন্যাসের দাবিতে ৭২ ঘন্টা রাজ্যজুড়ে বাস-মিনিবাস ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস মালিকদের পাঁচটি সংগঠন। একাধিকবার ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে লোকসানে চলা পরিবহন ব্যবসাকে বাঁচাতে আগামী ২৮ থেকে ৩০ জানুয়ারি রাজ্য জুড়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ মঙ্গলবার বাস মালিকদের সংগঠনগুলির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়৷ বাস ভাড়া বৃদ্ধির দাবিতে অনেক দিন ধরেই সরব বেসরকারি বাস মিনিবাসের মালিকদের সংগঠনগুলি৷ তাঁদের অভিযোগ, ডিজেলের দাম যে হারে বেড়েছে তাতে বাস চালিয়ে আর্থিক লাভের মুখে দেখতে পাচ্ছেন না তাঁরা৷ লকডাউনের পর রাজ্য সরকারের তরফে বেসরকারি বাস মিনিবাসের বর্তমান ভাড়ার হার খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছিল রাজ্য সরকার৷ কিন্তু সেই কমিটির রিপোর্টও এখনও জমা পড়েনি বলে অভিযোগ সংগঠন গুলির৷
সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে বাস ভাড়া পুনর্বিন্যাস করতে হবে রাজ্য সরকারকে৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও ডিজেলের দামের ওপরে জিএসটি বসানোর দাবি করা হয়েছে৷ জিএসটি বসালে পেট্রোল- ডিজেলের দাম কমলে তাঁদের সমস্যার অনেকটাই সুরাহা হবে বলে আশাবাদী বাস মালিকরা৷