Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জমানায় হোয়াইট হাউস ছিল পোষ্যমুক্ত। কুকুর, বিড়াল মোটেই পছন্দ করতেন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তাঁর আমলে হোয়াইট হাউস ছিল পোষ্যমুক্ত। তবে বাইডেনের জমানায় সে বালাই নেই। নতুন প্রেসিডেন্টের নিজেরই অনেকগুলো পোষ্য রয়েছে। তারা তাঁর পরিবারেরই সদস্য। বলাই বাহুল্য,বাইডেন অ্যান্ড ফ্যামিলির সঙ্গে তারাও হোয়াইট হাউসে বাস করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য প্রাক্তন প্রেসিডেন্টের ছিল পোষ্যে অ্যালার্জি। তাই তাঁর আমলে পোষ্যদের হোয়াইটে প্রবেশ ছিল নিষিদ্ধ। তবে নতুন রাষ্ট্রপতি বাইডেনের আমলটাই আমেরিকার জন্য একেবারে অন্য রকম। বাইডেনের নিজের দুটি পোষ্য আছে। তারা মালিকের সঙ্গে এবার থেকে হোয়াইট হাউসের বাস করবে। বাইডেনের পোষ্য দুটিই জার্মান শেফার্ড। নাম মেজর আর চ্যাম্প। মেজরের বয়স মাত্র ২ বছর আর চ্যাম্প ১২ বছরের। ২০০৮ এর ভোটের পর থেকেই চ্যাম্প বাইডেনের সঙ্গী। সেই সময়ে ক্রিসমাসের দিন বাইডেনকে তাঁর বাবা চ্যাম্পকে উপহার দিয়েছিলেন। ২০১৮ সাল থেকে মেজর বাইডেন পরিবারের সদস্য হয়। এর মধ্যেই বাইডেনের নানা ইভেন্টে দেখা মিলেছে মেজর এবং চ্যাম্পেরও। বাইডেনের বিভিন্ন সফরের সঙ্গী ছিল এই দুই সারমেয়।
তবে হোয়াইট হাউসে সারমেয়ের প্রবেশ অবশ্য নতুন কিছু নয়। ট্রাম্পের আমলে হোয়াইট হাউসে মাছি গলার ফাঁক না থাকলেও প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা-র আমলে কিন্তু হোয়াইট হাউসে বিচরণ করত সারমেয়রা। ওবামার দুই কন্যার দুটি পোষ্য ছিল। তারও আগে জর্জ বুশেরও পোষ্য সারমেয় ছিল, যারা হোয়াইট হাউসে রীতিমতো অবাধে বিচরণ করত।
ওয়াশিংটনের কুকুর সম্পর্কে এক সময় মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান বলেছিলেন, ওয়াশিংটনের বন্ধু হতে চাইলে কুকুর পোষো। হোয়াইট হাউসে ২০১৭ সালের আগের প্রায় ১০০ বছরের ইতিহাসে বিভিন্ন মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে সারমেয়দের নিয়েই বাস করছেন। ট্রাম্পই ছিলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যার আমলে হোয়াইট হাউসের পেট স্লট ফাঁকা ছিল। অবশ্য ট্রাম্পের এই পোষ্য অনীহার জন্য মতবিরোধও কম হয়নি। প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ছিল একটি করে খরগোস ও বিড়াল। পরবর্তীকালে সেই তালিকায় যুক্ত হয় দুটি কুকুর ছানা। তাছাড়া মৌচাকে মৌমাছিও পালন করতেন মাইক। এই নিয়ে ট্রাম্পের সঙ্গে বাদানুবাদও হয়েছে তাঁর। নতুন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও অবশ্য পোষ্যপ্রীতি আছে। কাজেই এবার থেকে হোয়াইট হাউসের পাশাপাশি ভাইস প্রেসিডেন্টের নিবাসেও যে পোষ্যদের অবাধ বিচরণ দেখতে পাওয়া যাবে তা এখনই স্পষ্ট বোঝা যাচ্ছে।