ব্রিসবেন গাব্বাতে ম্যাচ জেতানোর ইনিংস খেলার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠে এলেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। নিজের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছলেন পন্থ। ১৩ নম্বর স্থানে উঠে এলেন। তাঁর চেয়ে দু'ধাপ পিছিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার -ব্যাটসম্যান কুইন্টন ডি'কক।
ব্যাটসম্যানদের প্রথম ১০ জনের র্যাঙ্কিংয়ে হল বেশ কিছু রদবদল। ইংল্যান্ড অধিনায়ক জো রুট শ্রীলঙ্কার বিপক্ষে ডবল সেঞ্চুরি করেছেন প্রথম টেস্টে। দলও জিতেছে। ৬ ধাপ টপকে ৪ নম্বরে উঠে এলেন। টপকে গেলেন পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের বাবর আজম এবং ভারতের চেতশ্বর পূজারাকে। অস্ট্রেলিয়ার লেবুসেন ধরে ফেললেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। দুই নম্বরে রয়ে গেলেন অস্ট্রেলিয়ার স্টিভন স্মিথ। পয়লা নম্বরে বহাল রইলেন - নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বোলারদের তালিকায় জোস হ্যাজেলউড চতুর্থ স্থান দখল করলেন টিম সাউদিকে সরিয়ে। পয়লা নম্বরে প্যাট কামিন্স রইলেন। দুয়ে স্টুয়ার্ট ব্রড। ভারতের মহম্মদ সাইনি ৪৫ নম্বর থেকে উঠে এলেন ৩২ তম স্থানে। অজিদের বিপক্ষে গাব্বা টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পর এই সাফল্য পেলেন ভারতীয় পেসারটি।
20th January, 2021 04:03 pm
বিদেশের পত্র-পত্রিকায় ভারতের সাফল্যের প্রশংসা। ছবিঃ সৌ-টুইটার