Written By দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়
বুধবার কলকাতার চেতলায় খুলে গেল মেয়র'স হেলথ ক্লিনিক। এদিন সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, দক্ষিণ কলকাতার মানুষদের জন্য এক নতুন দিগন্ত খুলে গেল। ডায়লিসিস পেশেন্টদের জন্য এখানে চিকিৎসা করা অনেক সহজ হবে এবার থেকে। প্রতিনিয়ত ৮০ জন করে ডায়লিসিস রোগীদের চিকিৎসা করা হবে। ১৬ টি ডায়লিসিস পেশেন্টের জন্য রয়েছে বেড এবং ৪টি আইসিইউ রয়েছে। আগে এখানে কোনো ক্লিনিক না থাকার জন্য সাধারণ মানুষের অনেক অসুবিধা হতো। তখন তাদের এস এস কে এম বাঙুর হাসপাতালে যেতে হতো অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। এবার থেকে তা আর হবে না বলে জানান ফিরহাদ হাকিম।