Written By সঞ্জিত চক্রবর্তী
বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম শিশু। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আমরুলগাছা গ্রামে। বুধবার বিকেল সাড়ে ৫টা নাগাদ আকাই হায়দার মণ্ডল (৫) বাড়ির কাছে শস্য ক্ষেতে চার বন্ধুর সঙ্গে খেলতে যায়। সেখানে শস্য ক্ষেতে লুকানো ছিল দেশি বোমা। সেই বোমাকে বল ভেবে খেলতে গেলে ফেটে যায় সেটি। যার ফলে আকাইয়ের বুকে ও পেটে বোমা গিয়ে লাগলে গুরুতর জখম হয় সে। প্রথমে তাকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখান থেকে তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিভাবে ওখানে বোমা গুলো রাখা হল, কারা মজুদ করল, সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। জখম আকাইয়ের বাবা বাপি হায়দার মণ্ডল বলেন, ওই এলাকায় বুধবার ভোররাতে বেশ কয়েকটি বোমা ফাটে। এই ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।