Written By অতনু সমাদ্দার
মুখ্য নির্বাচন আধিকারিক সুনিল অরোরা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন। এটা তাঁর দ্বিতীয় রাজ্য সফর। নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলি চিহ্নিত করা এবং রাজ্যের সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে তিনি বৈঠক করবেন। আর তার পরেই তিনি সর্বদলীয় বৈঠকও করবেন। ২২ তারিখ সাংবাদিক সম্মেলনে তিনি তাঁর বক্তব্য জানবেন বলে জানা গেছে।