আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে ফিফা ক্লাব বিশ্বকাপ। মঙ্গলবার রাতে জুরিখে তৈরি হয়ে গেল টুর্নামেন্টের ক্রীড়াসূচি। নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় কাতারের দোহায় এবারের আসরে ওশেনিয়া অঞ্চলের কোনো প্রতিনিধি ক্লাব থাকছে না।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি সেমিফাইনালে খেলবে বায়ার্ন মিউনিখ। গত বছর পাঁচটি শিরোপা জেতা বায়ার্নের সামনে ষষ্ঠ শিরোপা পাওয়ার হাতছানি। ক্লাব বিশ্বকাপের শেষ সাত আসরে ইউরোপের ক্লাবগুলোই শুধু চ্যাম্পিয়ন হয়েছে।
৪ ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনালে আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলির প্রতিপক্ষ কাতারের স্থানীয় ক্লাব আল দুহাইল। এ ম্যাচের বিজয়ী দল ৮ ফেব্রুয়ারি সেমিফাইনালে বায়ার্নের মুখোমুখি হবে।
প্রথম কোয়ার্টার ফাইনালে দেখা হবে কনকাকাফ চ্যাম্পিয়ন টাইগ্রেস ও এশিয়ান চ্যাম্পিয়ন উলসান হুন্দাইয়ের। এ ম্যাচের বিজয়ী দল অন্য সেমিফাইনালে লাতিন আমেরিকান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন দলের নাম জানতে অপেক্ষা করতে হবে ৩০ জানুয়ারি পর্যন্ত। ১১ ফেব্রুয়ারি ফাইনাল।