Written By অংশুমান চক্রবর্তী
বেঙ্গল সাফারি পার্কের ফাউণ্ডেশন ডে’র দিন থেকে ৩ রয়্যাল বেঙ্গল শাবককে দেখতে উন্মাদনা ছড়িয়ে পড়ল পশু প্রেমিকদের মনে। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে বেঙ্গল সাফারির ৩টি রয়্যাল বেঙ্গল শাবককে দেখতে পাবেন পর্যটকরা। বৃহস্পতিবার এই ৩টি শাবককে সাফারি পার্কে ছাড়া হবে। ২০২০সালের অগস্ট মাসে লকডাউনেরা সময় এই ৩ শাবকের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার শীলা। তারপর থেকে ৩ শাবক মায়ের কাছে এনক্লোজারে ছিল। কিছুদিন আগেও তাদের ভিডিও এবং ছবি প্রকাশ্যে আনে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। অবশেষে ৩ শাবককে বৃহস্পতিবার থেকে সাফারি পার্কের খোলা জঙ্গলে ছাড়া হবে সিদ্ধান্ত নেয় সাফারি কর্তৃপক্ষ। ব্যাটারি চালিত বাসে বসেই পর্যটকেরা তাদের দেখতে পাবেন বলে জানা গেছে। তবে এখনও ৩ শাবকের নামকরণ হয়নি। বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের আশা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ৩ শাবকের নাম দেবেন।