Written By অঞ্জন দে
রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের দফতরের সামনে ঢিল ছোঁড়া দূরত্বে বোমা ফাটা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টা নাগাদ বীরভূমের রামপুরহাটের ১ নম্বর ওয়ার্ডে। কে বা কারা এই বোমা ফাটিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। বোমাবাজি হতেই রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে । স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “মহকুমা পুলিশ আধিকারিক অফিসের সামনে বোমা ফাটানোর ঘটনায় আতঙ্কিত আমরা। এলাকাবাসী খুব চিন্তার মধ্যে রয়েছে। সামনেই ভোট তার আগে যদি পুলিশ আধিকারিকের অফিসের সামনে বোমাবাজি হয় তাহলে সাধারণ মানুষ কোনও দিক থেকেই নিরাপদ নয়। ” ঘটনার তদন্ত শুরু করছে রামপুরহাট থানার পুলিশ।