Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
উর্দ্ধগামী সেনসেক্স। এই প্রথম ৫০ হাজারের গণ্ডি ছাড়াল সেনসেক্স। বৃহস্পতিবার এখন বাজার খোলার পর সেনসেক্স পৌঁছল ৫০,১২৬.৭৩ সূচকে। এর সঙ্গে বেড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটির সূচক। এর গ্রাফ ছাড়িয়েছে প্রায় ১৪ হাজার ৭০০ পয়েন্ট। কিছু দিন ধরেই সেনসেক্স উর্ধমূখী। ডিসেম্বরে বেড়েছিল সেনসেক্স ও নিফটির সূচক। প্রায় ১০০ পয়েন্ট বেড়েছে নিফটি সূচক হয়েছিল ১৩ হাজার ২৪৮ পয়েন্টে। সেনসেক্সের সূচক ৩০০ পয়েন্ট বেড়ে হয়েছিল ৪৫ হাজার ২৩ পয়েন্টে। সেই ডিসেম্বর থেকেই উর্ধমুখী রয়েছে সেনসেক্স।