Written By সঞ্জীব সুঁই
পাণ্ডবেশ্বরে খোট্টাডিহিতে বিধ্বংসী আগুন। আগুনের খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর থানার সুখবাজার এলাকায় থাকা ইসিএলের আবাসনে ধোঁয়া দেখতে পান এলাকার বাসিন্দারা। সূত্রের খবর যে বাড়িতে আগুন লাগে সেই বাড়িতে লোকজন না থাকায় কোনরকম প্রাণহানি ঘটেনি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। স্থানীয়রা খবর দেয় দমকলে। যদিও জানা গেছে দমকল আসার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। খনিকর্মী চিত্রসেন জানিয়েছেন, প্রতিদিনের মত খনিতে নিজের কাজে গেছিলাম ।আমি ওই আবাসনে একাই থাকতাম। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ নাগাদ স্থানীয়রা আবাসন থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখেন। আগুনের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে সাধারণ মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।