Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
এবার একসঙ্গে পর্দায় কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত এবং শাশ্বত চট্টোপাধ্যায়। কঙ্গনার পরবর্তী ছবি ' ধাকড় '-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এই প্রখ্যাত অভিনেতাকে। জানা গেছে, রজনীশ ঘাই পরিচালিত এই সাই-ফাই অ্যাকশন ড্রামায় কঙ্গনার মেন্টরের ভূমিকায় দর্শকের দল দেখতে পাবে শাশ্বতকে। ইতিমধ্যেই 'ধাকড় ' এর শ্যুটিং ইউনিটের সঙ্গে মধ্যপ্রদেশের ইন্দোরে যোগ দিয়েছেন ' বব বিশ্বাস ' .ইন্দোরের পর ভূপালেরও বেশ কিছু জায়গায় এই ছবির শ্যুটিং সারবেন এই প্রখ্যাত অভিনেতা। সেসব সেরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কলকাতায় ফিরবেন তিনি। ছবিতে শাশ্বতের লুক ঠিক কেমন হবে সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ছবি নির্মাতারা। তবে এসব প্রশ্নের জবাব মিলবে চলতি বছরের অক্টোবরেই। কারণ তখনই যে মুক্তি পাবে ' ' ধাকড় '।
প্রসঙ্গত, বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করে বহুল জনপ্রিয়তা অর্জন করেছেন শাশ্বত। সুজয় ঘোষ পরিচালিত ' কাহানি ' ছবির ঠান্ডা মাথার খুনে ' বব বিশ্বাস '-ই হোক কিংবা অনুরাগ বসুর ' বরফি '-র ' টুটি ফুটি ' সব চরিত্রেই শাশ্বতর সাবলীল অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। এমনকি প্রয়াত জনপ্রিয় বলি-অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি ' দিল বেচারা '-তেও শাশ্বতর অভিনয় অকুন্ঠ তারিফ কুড়িয়েছিল ছবি সমালোচকদেরও।